MysmsBD.ComLogin Sign Up

নওমুসলিমের খৎনা করানো কি জরুরি?

In ইসলামিক শিক্ষা - Oct 26 at 1:30pm
নওমুসলিমের খৎনা করানো কি জরুরি?

আমরা দুই ভাই নতুন মসলমান হয়েছি। আমার বয়স ২৫ আরা আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে ২২। এই অবস্থায় আমাদের জন্য কি খৎনা করা কি অবশ্যক?

খৎনা হচ্ছে ইসলামের শিয়ার। তাই অবশ্যই খৎনা করতে হবে। প্রয়োজনের সময় গুপ্তাঙ্গ অন্যকে দেখানো জায়েয আছে। হা অবশ্য নিজের করে নিতে পারলে বেশি ভালো। [আযীযুল ফাতাওয়া ৭৬৭]

সূত্রঃ প্রিয় ইসলাম

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4094
Post Views 359