MysmsBD.ComLogin Sign Up

হুয়াওয়ে মেইট ৯ এর টিজার প্রকাশ

In মোবাইল ফোন রিভিউ - Oct 26 at 12:13pm
হুয়াওয়ে মেইট ৯ এর টিজার প্রকাশ

আগামী ৩ নভেম্বর উন্মোচন হবে হুয়াওয়ের পরবর্তী দামি হ্যান্ডসেট মেইট ৯। তাই প্রতীক্ষার প্রহর গোনা গ্রাহকদের আকর্ষণ আরও বাড়াতে ডিভাইসটির প্রথম টিজার প্রকাশ করেছে কোম্পানিটি।

প্রকাশিত টিজারে নতুন হ্যান্ডসেটটির নাম যে মেইট ৯ হচ্ছে সেটি স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। সম্প্রতি টু্ইটারে ফাঁস হওয়া তথ্য থেকে ডিভাইসটিতে কি থাকতে সেটি জানা গেছে। যদিও এখন পর্যন্ত এটি ধারণার পর্যায়েই রয়েছে।


জানা গেছে, মেইট ৯ দুটি প্রধান সংস্করণে আসবে। প্রো সংস্করণটিতে থাকবে ৫.৯ ইঞ্চির বাঁকানো কিউএইচডি ডিসপ্লে। আর ডিসপ্লেতেই প্রধান পার্থক্য থাকবে দুটি সংস্করণের মধ্যে।

অপর সংস্করণটিতে ফ্ল্যাট ফুল এইচডি ডিসপ্লে থাকবে। এছাড়া থাকবে কিরিন ৯৬০ চিপসেট। ৪ গিগাবাইট অথবা ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ৬৪ গিগাবাইট, ১২৮ গিগাবাইট অথবা ২৫৬ গিগাবাইট স্টোরেজ নিয়ে আসবে মেইট ৯।

আরেকটি তথ্য থেকে জানা গেছে, একটি সংস্করণে ৪এক্স অপটিক্যাল জুম সুবিধাসহ ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে।

Googleplus Pint
Roney Khan
Posts 819
Post Views 168