MysmsBD.ComLogin Sign Up

যেভাবে গৌরীর প্রেমে পড়েছিলেন লাজুক শাহরুখ!

In বিবিধ বিনোদন - Oct 26 at 8:08am
যেভাবে গৌরীর প্রেমে পড়েছিলেন লাজুক শাহরুখ!

দিনটা ছিল ১৯৯১ সালের ২৫ অক্টোবর। বিয়ে করেছিলেন তারা। তারা অর্থাৎ শাহরুখ খান ও গৌরী ছাবড়ে। তখন তারকা নন, বরং নেহাতই এক স্ট্রাগলিং অ্যাক্টর শাহরুখ।

আর গৌরীও লাইমলাইটের কোথাও নেই। কিন্তু, আজ ২৫ বছর পরে বদলে গেছে ছবিটা। বলিউডের এ প্রথম সারির কাপল এখন যাবতীয় ফোকাস কেড়ে নিয়েছেন। পাশাপাশি তাদের প্রেমকাহিনিও এখন শিরোনামে।

জেনে নিন এ জুটির কিছু জানা-অজানা বিষয়
>ব্যক্তিজীবনে নাকি খুব লাজুক ছিলেন শাহরুখ। কোনও মেয়েকে ডেটে নিয়ে যাওয়ার কথা নিজে থেকে বলতে পারতেন না।

>গৌরী শাহরুখের জীবনে প্রথম মেয়ে যাঁর সঙ্গে নাচের সুযোগ চেয়েছিলেন। নাচতে গিয়েই গৌরীকে পছন্দ হয় শাহরুখের।

>এর পর গৌরীর কাছে ফোন নম্বর চেয়েছিলেন শাহরুখ। সেই থেকে আজ পর্যন্ত কোনও কিছুতেই নাকি শাহরুখকে ‘না’ বলেননি গৌরী।

>একদিন গৌরীকে বাড়িতে পৌঁছে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ। তারপর উত্তরের জন্য অপেক্ষাও করেননি নায়ক।কারণ শাহরুখ জানতেন, গৌরীর উত্তর ‘হ্যাঁ’ ছাড়া অন্য কিছু হবে না।

>গৌরী চাননি শাহরুখ অভিনয়কে পেশা হিসেবে বেছে নিন।কারণ ইন্টার রিলিজিয়ান ম্যারেজের জন্য এমনিতেই অনেক টেনশন ছিল তাঁদের।

>বিয়ের পর শুটিংয়ের চাপে কোথাও বেড়াতে যেতে পারেননি তাঁরা। বরং ‘দিল আশনা হ্যায়’-এর সেটেই হনিমুন সেরে ফেলেন এই জুটি।

>পরে এক সাক্ষাত্কারে গৌরী বলেন, ‘‘আমি শাহরুখের অভিনয়কে শ্রদ্ধা করি। কিন্তু আমিই এর সবচেয়ে বড় সমালোচক।কারণ বাকিরা কেউ ওর সামনে ওর খারাপটা নিয়ে আলোচনা করবে না।’’

>এখন তিন সন্তানের গর্বিত বাবা-মা এই জুটি। কিন্তু শাহরুখ নাকি কোনওদিনই ভাবেননি গৌরী ভাল মা হতে পারবেন। কারণ গৌরী শিশুদের সঙ্গে তেমন ফ্রেন্ডলি ছিলেন না। তবে পরে নিজে মা হওয়ার পর গৌরী বদলে যান। আর শাহরুখেরও ধারণা পাল্টে যায়।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 379