MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

ক্যারিবীয় সফরে থাকবেন না বেইলিস

In ক্রিকেট দুনিয়া - Oct 25 at 3:53pm
ক্যারিবীয় সফরে থাকবেন না বেইলিস

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজে ইংলিশ শিবিরে থাকবেন না কোচ ট্রেভর বেইলিস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশদের ওই সফরে কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ পল ফারব্রেসকে।

সংক্ষিপ্ত একটি সফরে দ্বীপ রাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে যাবে ইংল্যান্ড দল। আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ১০ মার্চ দেশে ফিরবে ইংল্যান্ড। ওই সময়ে প্রধান কোচ বেইলিসের বিশ্রামে যাওয়ার ব্যাপারটি ইতিমধ্যে মেনে নিয়েছে ইসিবি। এ সময় নিজ দেশ অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাবেন বেইলিস।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের পর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে ইংল্যান্ড দল। ভারতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে তারা। যেখানে রয়েছে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

২০১৭ সালে ঘরের মাঠে ব্যস্ত একটা সময় কাটাবে ইংল্যান্ড। নিজের মাঠে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তাদের। ৫ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে শেষে জুনে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে মরগান-কুক-স্টোকসরা।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6896
Post Views 183