MysmsBD.ComLogin Sign Up

নায়িকাদের হাতে থুতু ছিটাতে ভালোবাসেন আমির!

In বিবিধ বিনোদন - Oct 25 at 2:00pm
নায়িকাদের হাতে থুতু ছিটাতে ভালোবাসেন আমির!

নায়িকাদের হাতে থুতু ছিটাতে খুব ভালোবাসেন আমির খান! তার এই অদ্ভুত স্বভাবের কথা ফাঁস করেছেন ফারহা খান।

সম্প্রতি ৫১ বছরের আমির তার 'জো জিতা ওহি সিকান্দার' ছবির টিমের সঙ্গে উপস্থিত ছিলেন 'মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে'। সেখানে আমিরের এই স্বভাবের কথা ফাঁস করেন ফারহা খান।

ফারহা জানান, 'আমির আগে এটা সবার সঙ্গে করতো‚ এখনো করছে‚ ও হাত দেখার নাম করে‚ হাতে থুতু ছিটিয়ে দেয়।'

আসলে ছবির শুটিং চলাকালীন আমির মাঝে মাঝেই ছবির সেটে বিভিন্ন রকমের দুষ্টুমি করেন। তার মধ্যে এটি একটা।

ফারহার কথা শুনে আমির হাসতে হাসতে উত্তর দেন, 'আমি আজ অবধি যে যে নায়িকাদের হাতে থুতু ছিটিয়েছি‚ তারাই নম্বর ওয়ান হয়েছে।

আমিরের এই মন্তব্য শুনে পূজা বেদী বলে ওঠেন, 'আমি আমার মেয়ে আলিয়াকে বলবো, আমির আঙ্কলের সঙ্গে দেখা করতে, যাতে আমির আমার মেয়ের হাতে থুতু ফেলতে পারে।'

আমির ও পূজা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক তিজোরি‚ আয়েশা জুলকা‚ মামিক সিং এবং ইমরান খানও।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7007
Post Views 430