MysmsBD.ComLogin Sign Up

সিরিয়াস সাক্ষাৎকার

In ইন্টারভিউ কৌতুক - Oct 23 at 12:25pm
সিরিয়াস সাক্ষাৎকার

বাংলা সিনেমার নায়কের একটি সিরিয়াস সাক্ষাৎকার-

প্রশ্নকর্তা : আপনি কে?

নায়ক : গরীবের রাজা রবীন হুড।

প্রশ্নকর্তা : আপনার ছেলে মেয়ে কয়জন?

নায়ক : ওরা এগারো জন।

প্রশ্নকর্তা : বড় ছেলে কী করে?

নায়ক : টপ-রংবাজ।

প্রশ্নকর্তা : মেজ ছেলে?

নায়ক : বিশ্বপ্রেমিক।

প্রশ্নকর্তা : তার পরের জন?

নায়ক : সেয়ানা পাগল।

প্রশ্নকর্তা : ছোট ছেলে কী করে?

নায়ক : কুলি নাম্বার ওয়ান।

প্রশ্নকর্তা : কোন জিনিসটা আপনার অপছন্দ?

নায়ক : হঠাৎ বৃষ্টি।

প্রশ্নকর্তা : আপনার শ্বশুর সাহেব কী করেন?

নায়ক : উনি পদ্মা নদীর মাঝি।

প্রশ্নকর্তা : আপনার স্ত্রী সম্পর্কে বলুন?

নায়ক : সেতো চাপা ডাঙ্গার বউ।

প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।

নায়ক : গরীব কেন কাঁদে?

প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন।

নায়ক : মানুষ মানুষের জন্য।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4156
Post Views 575