MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

গুরুতর অসুস্থ প্রথম ছবির প্রযোজকের সাহায্যে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

In বিবিধ বিনোদন - Oct 20 at 10:58pm
গুরুতর অসুস্থ প্রথম ছবির প্রযোজকের সাহায্যে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

যাঁর হাত ধরে তাঁর বলিউডে প্রবেশ, সেই প্রযোজকের দুর্দিনে পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

অক্ষয় অভিনীত প্রথম ছবির প্রযোজক ছিলেন রবি শ্রীবাস্তব। ১৯৯১ সালে তাঁর প্রযোজিত ছবি ‘দ্বারপাল’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে অক্ষয়ের। যদিও ছবিটি মুক্তি পায়নি।

পরবর্তীকালে ১৯৯২ সালে ‘সৌগন্ধ’ ছবিতে প্রথম দেখা যায় অক্ষয়কে। শোনা যায়, এই ছবিতে অক্ষয়কে সুযোগ করে দিতে সাহায্য করেছিলেন রবি।

ফলত, কেরিয়ারে ওপর দিকে উঠলেও, রবিকে ভোলেননি অক্ষয়। সম্প্রতি, জানা যায়, কঠিন রোগে ভুগছেন রবি।

জানা যায়, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে। অথচ, কিডনি প্রতিস্থাপন করার মত আর্থিক সঙ্গতি নেই তাঁর। বর্তমানে একেবারে শয্যাশায়ী তিনি। এই পরিস্থিতিতে, তাঁর সাহায্যে এগিয়ে আসেন অক্ষয়।

সংবাদমাধ্যমে রবির অসুস্থতার খবর পড়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন এই ৪৯ বছরের অভিনেতা। ট্যুইটারে এই নিয়ে এক ভক্তের প্রশ্নের উত্তরে অক্ষয় লেখেন, হ্যাঁ স্যার, আমার টিম ওনার সঙ্গে যোগাযোগ করেছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।-এবিপি আনন্দ

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4008
Post Views 262