MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতেও প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

In ক্রিকেট দুনিয়া - Wed at 6:00pm
ভারতেও প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

বাংলাদেশ সফর শেষ করেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে বাংলাদেশের পর আগামী মাসে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও দলে থাকতে পারবেন না ইংলিশদের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন।

কাঁধের বাম পাশে চোট থাকায় বাংলাদেশ সফরে আসতে পারেননি অ্যান্ডারসন। একই সমস্যার কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাকে দলে পাওয়া যাবে না। ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছেন, ৯ নভেম্বর রাজকোটে প্রথম ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন না অ্যান্ডারসন।

চট্টগ্রামে বাংলাদেশর বিপক্ষে প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামবে ইংল্যান্ড। এর আগে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসনকে নিয়ে কথা বলেন তিনি। ইংলিশ এ পেসারকে নিয়ে কুক জানান, ‘ সে (অ্যান্ডারসন) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে না। তবে দলীয় অনুশীলনের যোগ দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। আগামী সপ্তাহ কি এর পরে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে।’

অ্যান্ডারসনের বর্তমান পরিস্থিতি নিয়ে কুক বলেন, ‘আমি গতরাতে তার সঙ্গে কথা বলেছি। সে ভালোই অনুশীলন করছে এবং শরীরিক ভাবে বেশ সুস্থ রয়েছে। তবে সে এখনো বল করেনি।

অতীতেও তার এ ধরনের সমস্যা হয়েছিল। তাব সে বেশ ভালো অবস্থানেই রয়েছে। তবে বল করতে গেলেই সে কিছুটা সমস্যা অনুভব করে।’

ইনজুরির কারণে গত ১৮ মাসের মধ্যে নিজেদের ১৮ টেস্টের মাত্র ছয়টিতে মাঠে নামতে পেরেছেন অ্যান্ডারসন।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5321
Post Views 191