MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঢাকায় ধর্ষণের শিকার কিশোরী, ফুপা আটক

In দেশের খবর - Wed at 3:58pm
ঢাকায় ধর্ষণের শিকার কিশোরী, ফুপা আটক

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তার ফুপা মন্টুকে (৩৫) আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।

এসআই জানান, ওই কিশোরীর গ্রামের বাড়ি বগুড়ায়। সে ঢাকায় তার ফুপার বাসায় বেড়াতে এসেছিল। তার ফুপু তাকে ঢাকায় রেখে জরুরি কাজে হঠাৎ গ্রামের বাড়ি চলে যান। আর এ সুযোগে গতকাল মঙ্গলবার রাতে ফুপা তাকে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পেলে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ এনটিভি অনলাইন

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2594
Post Views 453