MysmsBD.ComLogin Sign Up

ফের পুরোনো মামলায় ফাঁসছেন সালমান!

In বিবিধ বিনোদন - Oct 19 at 2:54pm
ফের পুরোনো মামলায় ফাঁসছেন সালমান!

বলিউড সুপারস্টার সালমান খান পুরোনো মামলায় নতুন করে ফাঁসছেন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানকে অব্যাহতি দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে রাজস্থান রাজ্য সরকার।

সালমানের কৃষ্ণসার হরিণ মামলাটি বেশ পুরোনো। দীর্ঘ ১৮ বছর ধরে চলে আসছিল এ মামলা। গত ২৫ জুলাই এ মামলা থেকে সালমানকে অব্যাহতি দেন রাজস্থান হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার রাজস্থান সরকার জানিয়েছে, মামলাটির রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে তারা।

‘সরকার মামলাটির সুফল এবং কুফল পর্যালোচনা করেছে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছে’ বলে সাংবাদিকদের জানান রাজ্যের আইনমন্ত্রী রাজেন্দ্র রাঠোর।

রাজ্য সরকারের তরফে নিযুক্ত আইনজীবী শিবমঙ্গল শর্মা জানান, সালমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল জমা দেওয়া হয়েছে। কিন্তু মাঝে ছুটি পড়ে যাওয়ায় এখনো তারিখ পাওয়া যায়নি।

এর আগে গত ২৫ জুলাই এ মামলা থেকে সালমানকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়- সালমান খান যে হরিণ হত্যা করেছে তার কোনো প্রমাণ মেলেনি।

১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানসহ আরো কয়েকজন বলিউড অভিনয়শিল্পীর বিরুদ্ধে।

Googleplus Pint
Noyon Khan
Posts 3481
Post Views 287