MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভালো কিছুর আশা করছেন মুশফিক

In ক্রিকেট দুনিয়া - Oct 19 at 2:51pm
ভালো কিছুর আশা করছেন মুশফিক

দীর্ঘ সময় পর আগামীকাল টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ম্যাচের ব্যাপারে কথা বলতে আজ সাংবাদিকদের সামনে বসেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

লম্বা বিরতির পরই প্রতিপক্ষ ইংল্যান্ড। কেমন করবে বাংলাদেশ?

মুশফিকুর রহিম অবশ্য আশাবাদী। বলেছেন, ইংলিশদের বিপক্ষে ভালো কিছুই সম্ভব।

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কখনো জয়ের দেখা পায়নি। কিন্তু এসব নিয়ে ভাবতে চাচ্ছেন না মুশফিক।

টেস্ট অধিনায়ক বলেছেন, 'এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে গত দেড় বছরে বাংলাদেশ যেভাবে ধারাবাহিক খেলেছে, বিশেষ করে ওয়ানডেতে, সেটিও আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আসলে অসম্ভব কিছুই নয়। গত ১০-১১ বছরে যা করেছি, তার চেয়ে বেশিই কিছু করতে হবে এখন। চ্যালেঞ্জ আমাদের এটিই। দলের সিনিয়ররা প্রস্তুত। জুনিয়র যারা আছে তারা সুযোগ পেলে নিজেদের উজাড় করে দেবে।'

তিনি বলেন, 'আমরা চেষ্টা করব পাঁচটা দিন সেশন ধরে ধরে ধারাবাহিকভাবে ভালো খেলতে। এটির জন্য মানসিকভাবে শক্ত হওয়া খুবই জরুরি। কঠোর অনুশীলন করেছি গত কয়েকটি দিন। আশা করি, পরিশ্রমের প্রতিফলন দেখতে পাবেন ম্যাচে।'

আগামীকাল সকাল সাড়ে ৯টায় ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামবে বাংলাদেশ।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 181