MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অনুশীলনে নেমেছেন টাইগাররা

In ক্রিকেট দুনিয়া - Oct 19 at 10:22am
অনুশীলনে নেমেছেন টাইগাররা

প্রায় ১৫ মাস পর টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিকরা। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সকাল ১০টায় অনুশীলনে নেমেছেন সাকিব-মুশফিক-তামিমরা। অনুশীলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারা। আর টাইগারদের অনুশীলন শেষ হলেই স্টেডিয়ামে ঢুকবে ইংল্যান্ড দল।

প্রসঙ্গত, বাংলাদেশ দল সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৫ সালের জুলাইয়ে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের ওই টেস্ট ম্যাচটি শেষ হয়েছিল নিষ্প্রাণ ড্রয়ে।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5467
Post Views 395