MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যৌনতা নির্ভর ছবি ‘ওয়াজা তুম হো’

In সিনেমা জগৎ - Tue at 10:30pm
যৌনতা নির্ভর ছবি ‘ওয়াজা তুম হো’

বলিউডে মুক্তি পেতে যাচ্ছে ‘ওয়াজা তুম হো’ নামের নতুন একটি ছবি। হেট স্টোরি টু, থ্রি-র বক্স অফিস সাফল্যের পর এবার পরিচালক বিশাল পাণ্ডের ইরোটিক থ্রিলার ভিত্তিক ছবি এটি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। নিজের ট্যুইটারে ছবির লুক শেয়ার করেছেন পরিচালক। আর গেল শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। গোটা ট্রেলার জুড়েই রয়েছে রগরগে সব যৌন উত্তেজক দৃশ্য!

সেক্স সিম্বল হিরোইন সানা খানের আবেদনে বেশ জমবে এবার বলিউড। সঙ্গে আছেন টিভির পরিচিত মুখ গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল এবং শরমন জোশি। গল্প কিংবা নির্মাণের তেমন শক্ত কিছু খুঁজে না পাওয়া গেলেও এই ধরনের ছবিগুলো বক্স অফিস উতরে যায় যৌনতার সুড়সুড়ি দিয়ে।

ট্রেলার যে বলিউড মাতিয়েছে সেটি বোঝা গেল মাত্র চারদিনেই প্রায় দেড় কোটি দর্শক দেখে! ঠিক তাই, ইউটিউবে এই ছবির ট্রেলারের দর্শক ১ কোটি ছাড়িয়ে গেছে। -কালের কন্ঠ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2480
Post Views 861