MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

খলনায়িকা হয়ে ফিরছেন মুনমুন

In সিনেমা জগৎ - Tue at 7:38pm
খলনায়িকা হয়ে ফিরছেন মুনমুন

ছিলেন নায়িকা। নিলেন লম্বা বিরতি। ফিরছেন খলনায়িকা রূপে। ঢাকাই ছবির দর্শকরা মুনমুনকে এতদিনে ভুলে জাননি নিশ্চই।

সেই মুনমুন অভিনয়ে ফিরছেন আবারও। মিজানুর রহমান মিজান পরিচালিত একটি ছবিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘রাগী’। সম্প্রতি পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন।

ভিন্নরূপে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি তার সবগুলোতেই প্রধান নায়িকার চরিত্রে ছিলাম। মাঝে একটু বিরতি নিলাম। ফিরছি ভিন্নরূপে। ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করবো। এমন চরিত্রে এটাই আমার প্রথম অভিনয়।’

এদিকে পরিচালক মিজান জানান, শিগগিরই ‘রাগী’ মহরত হবে এফডিসিতে। এতে মুনমুন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবির, অধরা খান, মিশা সওদাগর প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালে সর্বশেষ মুক্তি পায় মুনমুন অভিনীত ‘কুমারী মা’। -বাংলা ট্রিবিউন

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2546
Post Views 471