MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এক নজরে দেখে নিন, বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ

In ক্রিকেট দুনিয়া - Oct 18 at 5:02pm
এক নজরে দেখে নিন, বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ

বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজ। প্রথমটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয়টি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

টাইগাররা ১৫ মাস পর টেস্ট খেলতে নামছে। ইংল্যান্ড আর সবার চেয়ে বেশি টেস্ট খেলে। খেলার মধ্যেই আছে তারা। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে এক নজরে দেখে নিন টেস্ট সিরিজটাকে।

বাংলাদেশ
অধিনায়ক : মুশফিকুর রহিম
কোচ : চন্দিকা হাতুরাসিংহে

প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদ উল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড
অধিনায়ক : অ্যালিস্টার কুক
কোচ : ট্রেভর বেইলিস

দল : অ্যালিস্টার কুক, মঈন আলি, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জেক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

হেড টু হেড

মোট : ৮
ইংল্যান্ডের জয় : ৮

শেষ ৫ দেখা

২০১০ - ইংল্যান্ড ইনিংস ও ৮০ রানে জয়ী। ম্যানচেস্টার।
২০১০ - ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। লর্ডস।
২০১০ - ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী। ঢাকা।
২০১০ - ইংল্যান্ড ১৮১ রানে জয়ী। চট্টগ্রাম।
২০০৫ - ইংল্যান্ড ইনিংস ও ২৭ রানে জয়ী। চেস্টার-লি-স্ট্রিট।

এবারের সিরিজের সূচি

প্রথম টেস্ট : ২০-২৪ অক্টোবর। চট্টগ্রাম।
দ্বিতীয় টেস্ট : ২৮ অক্টোবর - ১ নভেম্বর। ঢাকা।

সূত্রঃ এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2656
Post Views 325