MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘লংগার ভার্সন কবে খেলেছি মনে নেই’

In ক্রিকেট দুনিয়া - Tue at 4:37pm
‘লংগার ভার্সন কবে খেলেছি মনে নেই’

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। টেস্ট খেলুড়ে দেশ হলেও অন্যান্যদের মতো বাংলাদেশের খুব একটা টেস্ট ম্যাচ খেলা হয় না।

সবশেষ এক বছর আগে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আবার টেস্টে মাঠে নামতে যাচ্ছে। দীর্ঘদিনের বিরতির পর টেস্ট খেলাটা একটু কঠিনই। যেমন লম্বা সময় ওয়ানডে না খেলে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে জয় পেতে কষ্ট করতে হয়েছে বাংলাদেশকে। একটি ম্যাচ তো হেরেছেও টাইগাররা।

লম্বা সময় পর টেস্ট খেলার বিষয়ে মঙ্গলবার অনুশীলন শেষে সাকিব আল হাসান বলেন, ‘আত্মবিশ্বাস আসলে কী অবস্থায় আছে সেটা ম্যাচে গেলে বোঝা যাবে। এখন পর্যন্ত আমরা সবাই চেষ্টা করছি প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার। আমরা যেহেতু অনেকদিন টেস্ট ম্যাচ খেলিনি। আর আমি তো লংগার ভার্সন কবে খেলেছি মনে নেই। আমার জন্য কঠিন। দেখা যাক কী হয়, চেষ্টা করছি ওইরকম মাইন্ডসেট তৈরি করার। সত্যি কথা বলতে খুব বেশি প্রস্তুতির কিছু নেই। মানসিক দিক থেকে যত বেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত থাকা যাবে, ততই ভালো। আমার মনে হয় এর বেশি কিছু প্রয়োজন নেই।’

অবশ্য দীর্ঘদিনের বিরতির পর টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এই প্রথম নয়। এর আগেও এমনটি হয়েছে। সে বিষয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘ওই সময় হয়তো জাতীয় লিগ খেলা হতো। এখন তো সেগুলো খেলা হয় না। ওয়ানডেই খেললাম আমরা প্রায় এক বছর পর। ওটাও মানিয়ে নিতে প্রথম দুই-তিন ম্যাচ আমাদের সময় লেগেছে। টেস্টেও সময় লাগবে। তারপরও বলা মুশকিল। অনেকক্ষণ ধরে বোলিং করা, অনেকক্ষণ ধরে ব্যাটিং করা সব কিছুই আসলে অন্যরকম। দেখা যাক আমার কাছে মনে হয় অন্যরকম একটা চ্যালেঞ্জ।’

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 172