MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আবারও খলনায়ক চরিত্রে সঞ্জয় দত্ত

In সিনেমা জগৎ - Tue at 10:34am
আবারও খলনায়ক চরিত্রে সঞ্জয় দত্ত

অস্ত্র আইন মামলা থেকে এ বছরেই মুক্ত হয়েছেন ‘‌খলনায়ক’‌ সঞ্জয় দত্ত। আর জেলে থেকে মুক্তির পরেই সিনেমায় তার নতুন ইনিংস তিনি শুরু করতে চলেছেন ‘‌খলনায়ক’‌ হয়েই। ছবির নাম ‘‌খলনায়ক রিটার্নস’‌।

‌‘‌নায়ক নহি খলনায়ক হুঁ ম্যায়’‌, সুভাষ ঘাইয়ের পরিচালনায় ব্লকবাস্টার হিট ছবি ‘‌খলনায়ক’‌-‌এর বিখ্যাত গান। ছবিতে গ্যাংস্টার বল্লু বলরামের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। আর তারপরেই ঘটে গিয়েছিল পরপর কয়েকটি ঘটনা। ১৯৯৩-‌তে মুক্তি পেয়েছিল এই ছবি। আর সেই বছরেই মুম্বাইতে ঘটে বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে দোষী সব্যস্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। তারপর সেই মামলায় দীর্ঘ পাঁচ বছর জেল হয়েছিল সঞ্জয় দত্তর। কারাবাসের সময় ভাল ব্যবহারের কারণে অবশ্য তার মেয়াদ কমে যায় ১৪৪ দিন। বোমা বিস্ফোরণের দায়ও তার কাঁধ থেকে নেমে যায়। কিন্তু বেআইনি অস্ত্র রাখার দায়ে এরপরেও জেলে যেতে হয়েছিল তাকে। অবশেষে এই অস্ত্রআইন মামলা থেকেও তিনি রেহাই পেলেন এই বছরেই। আর তারপরেই মুম্বই সিনেমায় তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে ‘‌মুন্নাভাই’‌ হয়ে নয়, ‘‌খলনায়ক’‌ হয়েই।

৯০-‌এর দশকে বেশ জমে উঠেছিল সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের জুটি। ১৯৮৮ থেকে ১৯৯৭—পরপর প্রায় আটটি হিট সিনেমায় অভিনয় করেছিল এই জুটি। সেই তালিকায় যেমন আছে ‘‌সাজন’‌, ‘‌কানুন আপনা আপনা’, ‘‌ইলাকা’‌ বা ‘‌মহানতা’ তেমনি আছে ‘‌খল‌‌নায়ক’‌, ‘‌সাহিবান’‌ বা ‘‌খতরোঁ কে খিলাড়ি’‌ (‌১৯৮৮)‌। তবে কি আবার সুভাষ ঘাই ফিরিয়ে আনতে চলেছেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত জুটিকে?‌

এই কথা অবশ্য উড়িয়ে দিয়েছেন সুভাষ ঘাই। বলেছেন, এখন এই সময়ে এই চরিত্রে আর মাধুরী দীক্ষিতকে আনা সম্ভব নয়। এই চরিত্রে অভিনয় করবেন অন্য কেউ। তবে সেই নাম এখনও ঠিক হয়নি। চিত্রনাট্য শেষ হলে তবেই চূড়ান্ত হবে আর কে কে এই ছবিতে অভিনয় করবেন। আপাতত ঠিক হয়েছে সুভাষ ঘাই আর সঞ্জয় দত্তর যৌথ প্রযোজনায় এই ছবির শুটিং শুরু হবে এই বছরের ডিসেম্বরেই।‌‌

তথ্যসূত্রঃ এই সময়

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5278
Post Views 180