MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মায়ের নামে পরিচিত হতে চান ধোনি-কোহলি, জার্সিতে লিখবেন মায়ের নাম!

In খেলাধুলার বিবিধ - Mon at 3:48pm
মায়ের নামে পরিচিত হতে চান ধোনি-কোহলি, জার্সিতে লিখবেন মায়ের নাম!

ভারতের এই দুই ক্রিকেটার মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নতুন এক পন্থা বেঁছে নিলেন। এত দিন বাবার নামে পরিচিত হলেও এখন থেকে মায়ের নামে নিজের পরিচিত করবেন ভারতের দুই অধিনায়ক। আর তাই নিজের জার্সির পেছনে নিজের নামের পরিবর্তে লিখে রাখবেন মায়ের নাম।

ধোনির মায়ের নাম দেবকী, তাই ৭ নম্বর জার্সির পেছনে মহেন্দ্র সিং ধোনিকে চিনতে হবে ‘দেবকী’ হিসেবে। আর বিরাট কোহলির ১৮ নং জার্সির পেছনে লেখা হবে মা সরোজের নাম।

হঠাৎ মায়েদের নাম কেন? এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, `এতদিন বাবার পরিচয় ছিল আমাদের পিঠে। কই তখন তো কেউ জানতে চাননি, কেন বাবার পরিচয় পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি?’`

টেস্ট অধিনায়ক কোহলি বলেন, ‘`এতদিন বাবার নাম উজ্জ্বল করেছি। এখন মায়ের নাম, মায়ের পরিচয় ছড়িতে দিতে চাই।` -এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2514
Post Views 361