MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অভিষেকের পর মেসির এক যুগ

In ফুটবল দুনিয়া - Oct 17 at 1:31pm
অভিষেকের পর মেসির এক যুগ

নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। ১২ বছর আগে আর্জেন্টনাইন এ সুপারস্টারকে মাঠে নামার সুযোগ করে দিয়েছিলেন বার্সার অন্যতম সফল কোচ ফ্রাঙ্ক রাইকার্ড।

ক্যাম্প ন্যুতে সেই অভিষেকের পর থেকে ক্লাবটির সফল একজন তারকা ফুটবলার মেসি। কাতালান ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল সময়টি এসেছে তার হাত ধরেই। বর্তমান ক্লাব ফুটবলে বার্সেলোনা মানেই যেন মেসির প্রতিচ্ছবি।

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার ফুটবলে পা রাখেন মেসি। এস্পানিওলের বিপক্ষে অভিষেক ম্যাচের ৮২ মিনিটে ডেকোরে বিকল্প হিসেবে তাকে মাঠে নামান রাইকার্ড। মাঠে নেমেই চমৎকার ড্রিবলিংয়ে ফুটবলমোদীদের নজর কাড়েন মেসি।

এরপর বার্সেলোনা শিবিরের ওই সময়ের সেরা তারকা রোনালদিনহোর সঙ্গে দারুন সম্পর্ক গড়ে উঠে মেসির।

তারপরের ইতিহাসতো অন্যরকম, বার্সার হয়ে সম্ভাব্য ১২টি লা লিগা শিরোপার মধ্যে আটটি জেতেন মেসি। এছাড়া কাতালান ক্লাবটির ৪টি কোপা দেল’রে ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে বিশেষ অবদান রয়েছে মেসির। ১০ নম্বর জার্সিধারী মেসি বার্সায় গড়ে ম্যাচ প্রতি ০.৯ হারে গোল করেছেন।

প্রাক্তন কোচ পেপ গার্দিওলার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আগামী ২০ অক্টোবর আবারও মুখোমুখি হচ্ছেন মেসির বার্সেলোনা।

শনিবার কুঁচকির ইনজুরি সেরে মাঠে নেমেই ফের নিজের সেরাটা জানান দিয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে এক গোল করে নিজের আগুনে ফর্মের কথা আবারও জানান দিলেন আর্জেন্টনাইন অধিনায়ক।

দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনা জার্সিতে মেসির ১২ বছর পূর্তির ম্যাচ। ২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয়েছিল মেসির।

তথ্যসূত্রঃ গোল.কম

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 275