MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

টাইগারদের বিরুদ্ধে টেষ্ট খেলার আগে দেশে চলে গেলেন কেন কুক?

In ক্রিকেট দুনিয়া - Oct 16 at 4:29pm
টাইগারদের বিরুদ্ধে টেষ্ট খেলার আগে দেশে চলে গেলেন কেন কুক?

দল চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে। বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট। কিন্তু অ্যালিস্টার কুক নেই। দারুণ আলোচিত বাংলাদেশ সফরে তিনি এসেছিলেন টেস্ট দলের আগে। কিন্তু প্রস্তুতি ম্যাচের আগেই ফিরে গেছেন। কেন?

আসলে কুকের স্ত্রী অ্যালিস হান্ট দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। আজ-কালের মধ্যেই সুখবর মিলবে। তাই ইংল্যান্ডে এখন কুক। মঙ্গলবার তার বাংলাদেশে এসে দলের সাথে যোগ দেওয়ার কথা।

৩১ বছর বয়সী কুক টেস্ট অধিনায়ক। তার দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড নিশ্চিত কুক আসছেন সময় মতো, "আজও (শনিবার) ওর সাথে কথা হল। ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী শোনাল তাকে।

পরিবার সবার আগে। তবে ওখানে তেমন কিছু হলে আমি নিশ্চিত সে স্ত্রীর সাথে থেকে সব দেখাশুনা করবে। তবে আমি এও নিশ্চিত যে বৃহস্পতিবার সকালে টস করতে মুখিয়ে ও।" -এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 457