MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মাশরাফিদের সাফল্যের কারণ জানালেন নাসের হোসাইন

In ক্রিকেট দুনিয়া - Sun at 4:26pm
মাশরাফিদের সাফল্যের কারণ জানালেন নাসের হোসাইন

গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে চমৎকার খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টানা ছয় সিরিজ অপরাজিত থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে এসে থামে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ দল সিরিজে হারলেও প্রতিটি ওয়ানডেতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। যার কারনে দর্শকদের জন্য সিরিজটি উপভোগ্য ছিল।

এমনটাই মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হোসাইন। দেশের প্রথম সারি একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ নিয়ে নাসির বলেন,

‘হ্যাঁ, মাঠের খেলাটা দুর্দান্ত হচ্ছে। একতরফা নয়, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখছি। খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবটা ভালো লাগছে।’

সেই সাথে নাসেরের চোখ এড়ায়নি সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ উন্নতি। কারনটাও জানালেন তিনি। নাসেরের ভাষ্য মতে,

‘বাংলাদেশ দলে খেলোয়াড় আসা-যাওয়া অনেক কম, যে কারণে তারা সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। প্রায় একই দল নিয়ে চট্টগ্রামেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল।

তামিম-মাশরাফির মতো বেশি কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকায় ঘরের মাঠে বাংলাদেশ দল এখন অনেক আত্মবিশ্বাসী।

দারুণ কিছু তরুণ পেসার এসেছে বাংলাদেশ দলে। তাসকিন, রুবেল ইংল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করেছে। আর মাশরাফি তো আছেই।’ -এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2509
Post Views 337