MysmsBD.ComLogin Sign Up

বাবার কাছে সাঁতার শিখছেন সাকিব কন্যা

In খেলাধুলার বিবিধ - Oct 16 at 10:43am
বাবার কাছে সাঁতার শিখছেন সাকিব কন্যা

অলরাউন্ডার বাবার কন্যা তো অলরাউন্ডারই হবেন। বয়স এখনও এক বছরও পেরোয়নি, এরই মধ্যে নেমে গেছেন সাঁতার শিখতে। সাকিব আল হাসানের মেয়ে আলায়না হাসান অউব্র্রে সাঁতারের তালিম নেওয়া শুধু করে দিয়েছেন। তাও বাবার কাছেই।

মাত্রই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হলো সাকিবদের। এবার অপেক্ষা টেস্ট সিরিজ শুরুর। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দীর্ঘতম সংস্করণের ক্রিকেট শুরুর আগে প্রস্তুতিতে ব্যস্ত এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে টেস্টের প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শনিবারও ছিল অনুশীলন। সেখান থেকে হোটেল রেডিসন ব্লুতে ফিরেই সবাই নেমে গেলেন সুইমিং পুলে। কিন্তু সাকিব নামলেন তার মেয়েকে নিয়ে। আর মেয়েকে সাঁতার শেখানোর সেই ছবি পোষ্টও করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সাকিবের ভেরিফাইড পেজে পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে মেয়েকে পানিতে ভাসিয়ে সাঁতার শেখানোর চেষ্টা করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সুইমিং সেশন’। -প্রিয়.কম

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4144
Post Views 640