MysmsBD.ComLogin Sign Up

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফের আলোচনায় বিপাশা বসু!

In বিবিধ বিনোদন - Oct 15 at 11:24pm
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফের আলোচনায় বিপাশা বসু!

বলিউডের লাভ-বার্ডস বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। তাদের প্রেমকাহিনী বহু আলোচিত, সারাক্ষণ লোকের মুখে মুখে থাকে। চুটিতে প্রেম করার পর কয়েক মাস আগে সাত পাকে বাঁধা পড়েন তারা। অনেক প্রতিকূলতার পর তারা একে অপরের সঙ্গে মিলিত হতে পেরেছেন।

সদ্যই দুর্গাপুজো গেল। বাঙালি বিপাশা বসু তার অবাঙালি স্বামীকে প্রথমবার দুর্গাপুজো দেখালেন। প্রচুর মজাও করলেন। কিন্তু তাদের উৎসবের মরশুম শেষ হয়ে যায়নি, এখনো তারা মেতে আছেন উৎসবে।

সম্প্রতি তারা দুজনে ‘হট’ ফোটোশ্যুটও করলেন। ইনস্টাগ্রামে সেই ফোটোশ্যুটের ছবিও পোস্ট করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিপাশা বসু ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার সময় লিখেছেন,

‘working with my love @iamksgofficial makes work even more fun..’

তাহলেই ভাবুন, বিপস-করণের প্রেম এখন ঠিক কতটা রোম্যান্টিক পর্যায়ে রয়েছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 3522
Post Views 708