MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'বাংলাদেশ এত লম্বা সময় টেস্ট খেলে না জেনে আমি অবাক'

In ক্রিকেট দুনিয়া - Oct 15 at 9:37pm
'বাংলাদেশ এত লম্বা সময় টেস্ট খেলে না জেনে আমি অবাক'

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ৯৩টি। সর্বশেষ গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাদা পোশাকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ইংল্যান্ড গেল ১৫ মাসেই খেলেছে ১৬টি টেস্ট!

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই লম্বা বিরতিতে বেশ অবাক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তার মতে, এত লম্বা সময় বিরতি বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। আর বাংলাদেশের এই ঘাটতিটাকেই কাজে লাগাতে চান ডানহাতি এই পেসার। চট্টগ্রামে প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে এমনটাই জানান ব্রড।

বললেন, 'বাংলাদেশ এত লম্বা সময় টেস্ট খেলে না জেনে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এজন্যই প্রথম বল থেকেই আমাদের নিখুঁত থাকা জরুরি। নিশ্চিত করতে হবে আমাদের স্কিল যেন কার্যকরী হয়। কারণ টানা এত লম্বা সময় সাদা বলের ক্রিকেট খেলে এসে পুরো একটা সেশন বা পুরো একটা দিন ব্যাট করা মানে মানসিকতার বিশাল পরিবর্তনের ব্যাপার। এটা হবে বিরাট চ্যালেঞ্জ।'

লম্বা বিরতির পর মাঠে নামলেও ঘরের মাটিতে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল, তাই সিরিজটা কঠিনই হবে বলে মনে করেন এই ইংলিশ পেসার। পাশাপাশি তিনি এও জানান, টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা বের করতে তাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে নেবেন।

বললেন, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন ব্রিলিয়ান্ট ক্রিকেটার রয়েছে। তাদের দুর্দান্ত রেকর্ডও রয়েছে। আমরা জানি আমাদের জন্য বড় সিরিজ অপেক্ষা করছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলে এবং বিশ্লেষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করবো। সেই অনুসারেই তাদের বল করবো।’

এছাড়াও টেস্ট জিততে প্রথম ইনিংসকে গুরুত্ব দিচ্ছেন ব্রড। পাশাপাশি পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামতে চায় ইংলিশরা। ব্রড বলেন, 'প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে ভালো করা গেলে টেস্ট জেতাটা সহজ হয়ে যায়। তাই আমরা প্রথম ইনিংসে বেশি গুরুত্ব আরোপ করছি। প্রস্তুতি ম্যাচগুলো আমরা কাজে লাগাতে চাই। এখানে ভুলক্রুটি শুধরাতে চাই। তারপর পুরোপুরি প্রস্তুত হয়েই টেস্ট সিরিজ শুরু করবো।'

সূত্রঃ প্রিয়.কম

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2562
Post Views 895