MysmsBD.ComLogin Sign Up

টেস্টের জন্য সাকিবদের কঠোর অনুশীলন

In ক্রিকেট দুনিয়া - Oct 15 at 10:00am
টেস্টের জন্য সাকিবদের কঠোর অনুশীলন

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদিনের সিরিজ শেষ হয়েছে গত বুধবার। অপেক্ষা এখন দুই ম্যাচের টেস্ট সিরিজের। দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে চলতি মাসের ২০ অক্টোবর চট্টগ্রামের মাটিতে।

এ সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

আসন্ন টেস্ট-সিরিজের দল ঘোষণা এখনো বাকী। তারপরও ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটাররা সকাল থেকে কঠোর অনুশীলন করেছে। সীমিত ওভারের সিরিজ শেষে ঢাকা ফিরে আসায় মাশরাফি মর্তুজা ও নাসির হোসেন ছিলেন না এ অনুশীলনে।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হয় সাকিব-তামিমদের এ অনুশীলন। তাদের সাথে অনুশীলনে যোগ দিতে দেখা গেছে মিরাজসহ ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকেও।

অন্যদিকে একদিনের সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা ইংল্যান্ড ক্রিকেট দলও হোটেলে বসে থাকেনি।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর তাঁদের ঘাম ঝড়াতে দেখা গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ জিততে মরিয়া দলের ক্রিকেটাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অনুশীলন করেছে বেশ লম্বা সময়।

অপরদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের দলে থাকা বিসিবি একাদশের ক্রিকেটাররাও এম এ আজিজ স্টেডিয়ামে ব্যস্ত রেখেছে কঠোর অনুশীলনে।

উলেখ্য, বিসিবি একাদশ ও সফরকারী ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথমদিনের খেলা পরিত্যক্ত হলেও সব কিছু ঠিক থাকলে আগামীকাল ঠিক সময়েই মাঠে গড়াবে খেলা। যেখানে উভয় দলই খেলার সুযোগ পাবে ৪৫ ওভার করে।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7017
Post Views 156