MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শাকিবের সঙ্গে শুটিং করতে ঢাকায় আসছেন ভারতীয় নায়িকা পাওলি

In সিনেমা জগৎ - Oct 14 at 4:11pm
শাকিবের সঙ্গে শুটিং করতে ঢাকায় আসছেন ভারতীয় নায়িকা পাওলি

চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কলকাতার সাতটি বাংলা ছবিতে দেখা যাবে ভারতীয় আলোচিত নায়িকা পাওলি দামকে।
গত বছর হিন্দি ছবি ‘অঙ্কুর আরোরা কি মার্ডার কেস’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর কোন হিন্দি ছবিতে পাওয়া যায়নি।

বর্তমানে বাংলা ছবি নিয়েই ব্যস্ত তিনি। এদিকে বাংলাদেশে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন পাওলি। এ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে।

জানা গেছে, সত্তা’ ছবির গানের শুটিংয়ে অংশ নিতে আজ ঢাকায় আসছেন ভারতীয় এ অভিনেত্রী। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। ঢাকায় ফিরে বিশ্রাম শেষে কাল শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

শাকিব-পাওলি অভিনীত এ ছবিটি এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করছে। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী মাসেই আবারও শুটিং শুরু হবে এ ছবির। এ লটে ছবিতে থাকা পাঁচটি গানের শুটিং হবে। -এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2592
Post Views 831