MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ব্যানারম্যানের সঙ্গে আজহারের মিল যেখানে

In ক্রিকেট দুনিয়া - Oct 14 at 2:55pm
ব্যানারম্যানের সঙ্গে আজহারের মিল যেখানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাই টেস্টে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন আজহার আলী।

এমনই রেকর্ড যেটি কখনোই কারও পক্ষে ভাঙা সম্ভব নয়! দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরি যে পাকিস্তানের এই ব্যাটসম্যানের।

প্রায় বছর খানেক আগেই ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট দেখেছিল ক্রিকেট বিশ্ব। গত বছরের নভেম্বরে অ্যাডিলেড ওভালে ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবার আজহারের ব্যাটে দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরিও দেখল ক্রিকেট বিশ্ব।

দুবাইয়ে কাল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হয়েছে ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির টেস্ট। যেটি পাকিস্তানের ৪০০তম টেস্ট ম্যাচও। টেস্টের প্রথম দিন শেষে আজহার অপরাজিত ১৪৬ রানে।

টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন চার্লস ব্যানারম্যান। ১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে অনেকগুলো রেকর্ডই গড়েছিলেন এই অস্ট্রেলিয়ান। টেস্ট ইতিহাসের প্রথম বলের মুখোমুখি হয়েছেন, প্রথম রান নিয়েছেন, করেছেন প্রথম সেঞ্চুরি। এসব রেকর্ডও কারও পক্ষেই ভাঙা সম্ভব নয়।

ব্যানারম্যান-আজহার একটি জায়গায় মিলে যাচ্ছেন। টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান ব্যানারম্যান। আর দিবারাত্রির টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান আজহার।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 105