MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চাকরির প্রলোভনে ঢাকায় এনে দুই বোনকে ধর্ষণ

In দেশের খবর - Oct 14 at 10:23am
চাকরির প্রলোভনে ঢাকায় এনে দুই বোনকে ধর্ষণ

চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর মধুবাগে দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। এ ঘটনায় ভিকটিমরা রমনা মডেল থানায় মামলা করেছেন। পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

দুই বোন জানান, মধুবাগ হাজী টাওয়ারের ১০তলা ছাদের এক রুমে খোকন ও মহিউদ্দিন নামে দুই যুবক ভাড়া থাকে। খোকনের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল। মোবাইল ফোনে খোকন চাকরি দেয়ার কথা বলে ৭ অক্টোবর তাদের ডেকে আনে। তারা দু’জন গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে ঢাকায় আসার পর খোকন তাদেরকে তার রুমে নিয়ে যায়। সেখানে খোকন ও মহিউদ্দিন তাদের ধর্ষণ করে।

বৃহস্পতিবার তারা সেখান থেকে পালিয়ে রমনা মডেল থানায় মামলা করেন।

রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় মহিউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। খোকন পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসিসি সূত্র জানায়, প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হওয়া যাবে। -যুগান্তর

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2579
Post Views 655