MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইংল্যান্ড সিরিজেই টেস্ট অভিষেক তাসকিনের?

In ক্রিকেট দুনিয়া - Oct 14 at 9:55am
ইংল্যান্ড সিরিজেই টেস্ট অভিষেক তাসকিনের?

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে দুই বছরের বেশিই হলো। ২০১৪ সালের জুনে অভিষেকের পর রঙিন জার্সিতে ইতিমধ্যে ২০টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তাসকিন আহমেদ।

কিন্তু চোটে পড়ার ঝুঁকি থাকায় এখনো বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে খেলা হয়নি তার। তবে ইংল্যান্ড সিরিজে টেস্ট অভিষেক হয়েও যেতে পারে তরুণ এই ডানহাতি পেসারের!

ইংল্যান্ডের বিপক্ষে তাসকিনের টেস্ট অভিষেক হবে কি না, সেটি অবশ্য টেস্ট দল ঘোষণার পরই জানা যাবে। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে হঠাৎ করেই যে নেওয়া হয়েছে তাসকিনকে!

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। যেটির প্রথমটি শুরু হচ্ছে আজ থেকে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি শুরু হবে রোববার। সেই ম্যাচের জন্যই দলে নেওয়া হয়েছে তাসকিনকে।

প্রস্তুতি ম্যাচে ভালো করলে হয়তো টেস্ট ক্যাপ পরার স্বপ্নও পূরণ হয়ে যেতে পারে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া এই পেসারের!

এখন পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাসকিনের। ১০ ম্যাচে ২৪ উইকেটও আছে তার ঝুলিতে।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5467
Post Views 284