MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাব্বিরের নেতৃত্বে ইংলিশদের মুখোমুখি বিসিবি একাদশ

In ক্রিকেট দুনিয়া - Oct 13 at 6:31pm
সাব্বিরের নেতৃত্বে ইংলিশদের মুখোমুখি বিসিবি একাদশ

ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। এবার লক্ষ্য টেস্ট। আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ১৮ মাস পর মাঠে নামছেন টাইগাররা। তবে এর আগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। সাব্বির রহমানের নেতৃত্বে মাঠে নামছে বিসিবি একাদশ।

আগেই নির্বাচকরা জানিয়েছিলেন, ওয়ানডে দলের জন্য বিবেচনায় না থাকলেও টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন শাহরিয়ার নাফীস। তাই ইংলিশদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে রয়েছেন তিনি। সম্প্রতি ওয়ানডে দলে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এ দলে। গত বছর দীর্ঘ সংস্করণের ম্যাচে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজরে আসেন তিনি।

ওয়ানডে দলে না থাকলেও টেস্ট বিবেচনায় আছেন পেসার রুবেল। তাই প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন তিনি। আছেন গত বছর টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হওয়া নুরুল হোসেন সোহান। অনূর্ধ্ব-১৯ দলের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন এ দলে। আর চমক হিসেবে আছেন রবি ফাস্ট বোলার হান্টের আবিস্কার এবাদত হোসেন। এছাড়াও রয়েছেন শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহীর মতো ঘরোয়া লিগের নিয়মিত পারফরমাররা।

উল্লেখ্য, ১৪-১৫ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৬-১৭ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে দল দুটি।

প্রথম প্রস্তুতি ম্যাচের স্কোয়াড :
সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5278
Post Views 588