MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আজকের ধাঁধা : ১৩ অক্টোবর ২০১৬

In ধাঁধা - Oct 13 at 12:42pm
আজকের ধাঁধা : ১৩ অক্টোবর ২০১৬

ধাঁধা :
১. ‘চার বর্ণে নাম তার,
সবাই সেথা বসে।
শেষের বর্ণ ছেড়ে দিলে,
খাবার থালায় আসে।’

২. ‘চার বর্ণে নাম তার,
বিখ্যাত ক্রিকেটার।
প্রথম দুই বাদ দিলে,
উল্টো হয় অসীমার।’

৩. ‘চার বর্ণের ছোট ছোট
দুই রঙের ফল,
প্রথম তিন বাদ দিলে
মেজাজ কিসে বল?’

৪. ‘চার বর্ণে নাম তার,
জলে মাছ ধরে।
শেষের দুটো ছেড়ে দিলে,
জলে বাস করে।’

উত্তর :
১. ময়দান
২. জয়সীমা
৩. করমচা
৪. মাছরাঙা ও মাছ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2613
Post Views 421