MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চট্টগ্রামে টস হেরে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ

In ক্রিকেট দুনিয়া - Oct 12 at 2:16pm
চট্টগ্রামে টস হেরে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ

বৃষ্টি হুমকি দিয়ে যাচ্ছিল। টসের নির্ধারিত সময়ের সোয়া ঘণ্টা আগে আবার বৃষ্টি শুরু হলো। থামলো বটে। কিন্তু কাভারে ঢাকা থাকলো পিচ। কিন্তু টস হলো নির্ধারিত সময়ের মিনিট দশেক পরে। টানা তৃতীয় টস জিতলেন জস বাটলার। এই আবহাওয়ায় আগে বোলিং করার কথা। সেই সিদ্ধান্তই নিলেন। বাংলাদেশ ব্যাট করতে নামছে। এটি অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।

সিরিজে এখন ১-১ এ সমতা। প্রথম ম্যাচটা ঢাকার মিরপুরে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় টাইগাররা। চট্টগ্রামে বরাবর বাংলাদেশ বেশি ভালো খেলে। এই মাঠেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে।

বাংলাদেশ দলে আগের একাদশ থেকে পরিবর্তন নেই একটিও। ইংল্যান্ড দলে পরিবর্তন দুটি। জেসন রয় ফিট নন, পরিবর্তে এসেছেন স্যাম বিলিংস। পেসার ডেভিড উইিলর জায়গায় ফিরেছেন ফিট হওয়া লিয়াম প্লাঙ্কেট।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2616
Post Views 411