MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিরল লজ্জার সামনে অস্ট্রেলিয়া

In ক্রিকেট দুনিয়া - Oct 12 at 10:21am
বিরল লজ্জার সামনে অস্ট্রেলিয়া

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল তারা। সেই অস্ট্রেলিয়াই কিনা দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে রীতিমতো নাকানিচুবানি খাচ্ছে!

পাঁচ ম্যাচ সিরিজে প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। হারগুলোও আবার বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ জিতেছে ১০-এরও বেশি ওভার বাকি থাকতে (২টিই ৬ উইকেটে)। একটিতে ১৪২ রানে।

অপর ম্যাচটিতে যা একটু লড়াই করেছিল অস্ট্রেলিয়া। শেষ ওভারে গড়ানো সিরিজের তৃতীয় সেই ম্যাচে ডেভিড মিলারের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা।

এখন ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার সামনে অস্ট্রেলিয়া। কেপ টাউনে বাংলাদেশ সময় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু শেষ ম্যাচটি হেরে গেলে অসিদের জন্য এ হবে বিরল এক লজ্জা। এর আগে যে তারা কখনোই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারেনি!

সবশেষ কোনো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া সব ম্যাচ হেরেছিল ২০০৭ সালে নিউজিল্যান্ড সফরে। সেটি ছিল তিন ম্যাচের সিরিজ, নিউজিল্যান্ড জিতেছিল ৩-০ ব্যবধানে। এ ছাড়া আর মাত্র একবারই অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ হেরেছিল, ১৯৯৭ সালে ইংল্যান্ড সফরে।

দক্ষিণ আফ্রিকা এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার তাই প্রোটিয়াদের সামনে প্রথমবার ৫-০ করার সুযোগ। আর এটা হলেই তো বিরল লজ্জায় ডুববে অস্ট্রেলিয়া!

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 463