MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এই ফুটবলারটির দখলে এখন বিশ্বের দ্রুততম গোলের রেকর্ড

In ফুটবল দুনিয়া - Oct 11 at 8:25pm
এই ফুটবলারটির দখলে এখন বিশ্বের দ্রুততম গোলের রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে ফের একটা নয়া রেকর্ড৷ এবার বিশ্বের দ্রুততম গোলের রেকর্ড গড়লেন বেলজিয়ামের ক্রিশ্চিয়ান বেনটেকে৷ বিশ্বকাপের বাছাইপর্বে এই নজির গড়েন তিনি৷ বেলজিয়াম স্ট্রাইকার বেনটেকে ম্যাচ শুরু হওয়ার পর ৮.১ সেকেন্ডে গোলটি করেন।

দ্রুততম গোলের রেকর্ডটি এর আগে ছিল স্যান ম্যারিনোর ডেভিড গুয়ালতিয়েরির। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮.৩ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

ম্যাচ শুরুর বাঁশির পরই ডি-বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে যান বেনটেকে। এর পর বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড।

৪৩ ও ৫৬ মিনিটে আরও দুটি গোল করে রেকর্ডের ম্যাচেই হ্যাটট্রিক করেন বেনটেকে। এ ছাড়া একটি করে গোল করেন আক্সল ভিটসেল, ড্রিস মের্টেন্স ও এডেন হ্যাজার্ড। সব মিলিয়ে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম।

এই জয়ের পর ৩ রাউন্ড শেষে পুরো ৯ পয়েন্ট বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রইলো বেলজিয়াম। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস।-কলকাতা২৪

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2616
Post Views 445