MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জিম্বাবুয়ের কোচ হয়েছেন সেই টাইগার কোচ

In ক্রিকেট দুনিয়া - Oct 11 at 3:52pm
জিম্বাবুয়ের কোচ হয়েছেন সেই টাইগার কোচ

মাশরাফিদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক তার নিজ দেশ জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ডেভ হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন।

গত জুনে হোয়াটমোরকে বরখাস্ত করা হয়। অবশ্য বিপিএল ইস্যুতে ফের ঢাকায় আসছেন হোয়াটমোর।

জিম্বাবুয়ের কোচ পদে কাজ করতে জিম্বাবুয়ের অ্যান্ডি ব্লিগনট এবং দক্ষিণ আফ্রিকার পিটার কারস্টেন ও জাস্টিন সামন্সও আগ্রহী ছিলেন। তারা তিনজনই গত বুধবার সাক্ষাতকার দিয়েছিলেন।

স্ট্রিকের প্রধান দায়িত্ব হবে জিম্বাবুয়েকে ২০১৯ সালের বিশ্বকাপে তোলা। মাখ্যায়া এনটিনিকে জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। তিনি এখন দলটির অন্তর্বর্তী কোচের কাজ করছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার হতে পারেন ব্যাটিং উপদেষ্টা৷ -এমটি নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2523
Post Views 529