MysmsBD.ComLogin Sign Up

তামিমের দোষ ছিল না : মাশরাফি

In ক্রিকেট দুনিয়া - Oct 11 at 3:42pm
তামিমের দোষ ছিল না : মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে বুধবার শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দ্বিতীয় ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময়ের আগে তামিমের কোনো দোষ ছিল না বলে জানিয়েছেন মাশরাফি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি তামিমের পাশেই ছিলাম। তাকে আমি কোনো দোষ করতে দেখিনি। স্বাভাবিকভাবেই সে ইংল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছে। পরে ভিডিওতেও আমি তা দেখেছি। তবে এর জন্য আমি ইংল্যান্ড খেলোয়াড়দেরও দোষ দিতে চাই না।’

জস বাটলারের আউটের পর নিজেদের উদযাপন নিয়ে মাশরাফি বলেন, ‘বাটলারের আউটের পর ওই অবস্থাটাতে বেশ উত্তেজনা কাজ করেছিল। শুধু এখানেই নয়, এর আগে ইংল্যান্ডে তাদের বিপক্ষে জিতেও আমরা এমন উদযাপন করেছিলাম। চট্টগ্রামে তাদের বিপক্ষে আমরা মাঠে স্বাভাবিক খেলাটাই দিতে চাই।’

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7063
Post Views 601