MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দ্রুত ২০ বার পাঁচ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে অশ্বিন

In ক্রিকেট দুনিয়া - Oct 11 at 11:11am
দ্রুত ২০ বার পাঁচ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে অশ্বিন

টেস্ট ক্রিকেটে দ্রুত ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে নিজের নাম লেখালেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ইন্দোরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ৮১ রানে ৬ উইকেট নেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে নিজের ৩৯তম ম্যাচে ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।

ফলে দ্রুত ২০ বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে থাকলেন অশ্বিন। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নেস। নিজের ২৫তম টেস্টেই ২০বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন বার্নস।

আর দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার ক্লারি গ্রিমমেট। নিজের ৩৭তম টেস্টে ২০বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন গ্রিমমেট।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 294