MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সামর্থ্যের ৮০ ভাগ খেললেই সিরিজ বাংলাদেশের: নাসির

In ক্রিকেট দুনিয়া - Oct 10 at 5:58pm
সামর্থ্যের ৮০ ভাগ খেললেই সিরিজ বাংলাদেশের: নাসির

১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে প্রথম ম্যাচে ‘অপ্রত্যাশিতভাবে’ হার মানতে হয় টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচেই বীরদর্পে ফিরেছে মাশরাফি বাহিনী। সিরিজে সমতায় ফিরে টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে। জাতীয় দলে পরীক্ষিত অলরাউন্ডার নাসির হোসেন জানালেন, সামর্থ্যের ৮০ ভাগ দিয়ে খেললেও শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের উদযাপন করতে পারবে বাংলাদেশ।

গতকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর নাসির হোসেন বলেন, ‘আমাদের দলের সবাই যদি তাদের সামর্থ্যের ৮০ ভাগ দিয়ে খেলতে পারে তাহলে সহজেই সিরিজ জিততে পারবো আমরা।’

বেশ কয়েক সিরিজ থেকেই দলে থাকলেও মূল দলে খেলা হয়নি নাসিরের। অবশেষে কাল নাসিরকে দলে ফেরান নির্বাচকরা। মূল দলে ফিরেই আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার।

ব্যাট হাতে ২৭ রান করার পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন তিনি। এছাড়া জয় নির্ধারণী জ্যাক বলের দারুণ ক্যাচটিও লুফেছেন তিনি।

ম্যাচ শেষে নাসির জানালেন, খেলার আগে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে মাঠে নামতেই সব কিছু ঠিক হয়ে গেছে। ‘প্রায় ১১ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছি। সব কিছুই নতুন লাগছিল। তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। আশা করছি পরের ম্যাচে আরো ভালো পারফর্ম করবো।’ -সমকাল

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 1036