MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

তামিমকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

In ক্রিকেট দুনিয়া - Oct 10 at 10:32am
তামিমকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

অসাধারণ অলরাউন্ডিং নৈপুন্যের অনুপম প্রদর্শনীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ সেরা মাশরাফি। আর এতেই তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ সেরার তালিকায় দুইয়ে চলে এলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে দুজনই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ১০ বার করে।

বাংলাদেশের সবচেয়ে বেশি ১৫ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। মাশরাফি ও তামিমের পর ৭ বার করে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস।

এ ম্যাচের আগে মাশরাফি শেষ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ২০১৪ সালের জিস্বাবুয়ে সিরিজে। আর প্রথমবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ২০০৪ সালে ভারতের বিপক্ষে মাশরাফি। সেটি ছিল বাংলাদেশের শততম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে বাংলাদেশের প্রথম জয়েও মাশরাফি ছিলেন ম্যাচের সেরা।

তবে তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরার তালিকায় অবশ্য মাশরাফির (১৩) চেয়ে এখনও এগিয় তামিম (১৪)। সাকিব অনেকটা এগিয়ে এখানেও, ২২ বার।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5234
Post Views 500