MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বিপাশা!

In বিবিধ বিনোদন - Oct 09 at 2:06pm
১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বিপাশা!

১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাও কাছের এক আত্মীয়ের মাধ্যমে। এরপর থেকেই অনেকটা চুপসে গিয়েছিলেন তিনি।

তবে পরে মডেলিংয়ের সঙ্গে জড়িত হওয়ার পর এই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠেন তিনি।

বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি খোদ বিপাশা বসু একটি টিভি সাক্ষাৎকারে এ বিষয়টির খোলাসা করেন। এর মাধ্যমে দারুণভাবে আলোচনায় চলে এসেছে বিষয়টি। শুধু তাই নয়, সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও ছিলেন। তার সামনেই এমন বক্তব্যর মাধ্যমে যেন বোমাই ফাটালেন বিপাশা।

মূলত শিশু ও কিশোর বয়সের কথা বলতে গিয়ে বিষয়টি অনুষ্ঠানে বলে ফেলেন এ অভিনেত্রী।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 1010