MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার নিজের মেয়েকে নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্য ফাঁস

In আন্তর্জাতিক - Oct 09 at 12:29pm
এবার নিজের মেয়েকে নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্য ফাঁস

নারীদের নিয়ে ২০০৫ সালে ট্রাম্পের অশালীন মন্তব্য করা এক ভিডিও টেপ ফাঁস হওয়ার পর থেকেই তোপের মুখে আছে তিনি। ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর দাবিও উঠেছে। আর সেই আগুনে এবার ঘি ঢালল নতুন আরেকটি অডিও টেপ। নতুন ফাঁস হওয়া ওই টেপে নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সম্পর্কে অশালীন মন্তব্য করতে শোনা গেছে তাকে।

প্রায় দুই দশক আগে রেডিও উপস্থাপক হাওয়ার্ড স্টার্নের সঙ্গে এক সাক্ষাৎকারে ইভাঙ্কার দেহ নিয়ে বারবার অশালীন মন্তব্য করছিলেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারের কিছু অংশ সিএনএনে প্রকাশিত হয়েছিল। ট্রাম্পের সেই অডিও টেপটি ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ওই সাক্ষাৎকার ছাড়া আরও কিছু সাক্ষাৎকারেও মেয়ে ইভাঙ্কাকে নিয়ে যৌনতাপূর্ণ মন্তব্য করেছেন ট্রাম্প। ২০০৬ সালের অক্টোবরে স্টার্নকে দেয়া সাক্ষাৎকারে নিজের মেয়ে সম্পর্কে তিনি বলেন, ‘সে আসলে খুবই আবেদনময়ী। সে লম্বা। ছয় ফিট। অসাধারণ সুন্দরী।’

এর দুই বছর পর আরেক সাক্ষাৎকারে তখন ২৩ বছর বয়সী ইভাঙ্কাকে ‘নিতম্বের টুকরা’ বলে মন্তব্য করেছেন। এর আগে গত শুক্রবার ট্রাম্পের আরেকটি ভিডিও টেপ ফাঁস হয়। ২০০৫ সালে টিভি উপস্থাপক বিলি বুশকে দেয়া এক সাক্ষাৎকারে টিভি ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তারকা হলে তুমি নারীদের সঙ্গে যেকোনো কিছু করতে পারো।’

তবে ওই বক্তব্যের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ শূন্য। প্রচারণায় অবিশ্বাস্য সমর্থন পাচ্ছেন বলেও জানান ট্রাম্প।

এদিকে ট্রাম্পের ওই বক্তব্যের সমালোচনা করেছেন তার স্ত্রী ম্যানিলা ট্রাম্পও। তিনি বলেন, ‘আমার স্বামী যেসব কথাবার্তা বলেছেন তা আমার কাছে অগ্রহণযোগ্য এবং অপরাধমূলক। আমি মনে করি জনগণ তাকে ক্ষমা করে দেবে।’

২০০৫ সালের ওই ভিডিও টেপে ট্রাম্প সগর্বে এক বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার বর্ণনা দিয়েছেন। সুন্দরী নারী দেখলেই তিনি চুমু খাওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন। নারী নিয়ে ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্যও প্রথম ফাঁস করে মার্কিন গণমাধ্যম দেয় ওয়াশিংটন পোস্ট।

সূত্রঃ ব্রেকিং নিউজ বিডি

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2656
Post Views 578