MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

উত্তাল কাশ্মির, ভারতীয় সেনার গুলিতে নিহত ১

In আন্তর্জাতিক - Oct 08 at 10:56pm
উত্তাল কাশ্মির, ভারতীয় সেনার গুলিতে নিহত ১

পুলিশের ছররা গুলিতে এক বালক নিহতের ঘটনায় ফের উত্তাল ভারত শাসিত কাশ্মির। সহিংসতা বন্ধে সেখানে আবারো কারফিউ জারি হয়েছে।

স্থানীয়ের দাবি, ১২ বছর বয়সের বালকটি নিজের বাড়ির উঠানে গুলিবিদ্ধ হয়। পুলিশের দাবি, সে ভারতবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।

০৮ অক্টোবর শনিবার শ্রীনগরের 'শহিদি গোরস্তানে' তাকে দাফনের সময় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও আধা সামরিক বাহিনীর সৈন্যরা কাদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, বিক্ষোভ যাতে অন্যান্য এলাকায় না ছড়ায় সেজন্য তারা কারফিউ জারিসহ সম্ভব সব ব্যবস্থা গ্রহণ করেছিল।

দাফনে অংশ নেয়া ক্রুদ্ধ মুসুল্লিরা মিছিল করে স্লোগান দেয় ‌'আমরা স্বাধীনতা চাই', 'ভারত তুমি ফিরে যাও, ফিরে যাও।'

শুক্রবারের বিক্ষোভের সময় সৃষ্টি সহিংসতায় অর্ধ শতাধিক লোক আহত হয়। গত প্রায় চার মাস ধরে কাশ্মিরে সহিংসতা চলছে। এতে অন্তত ৯০ জন নিহত ও ১২ হাজার আহত হয়েছে। এদের বেশির ভাগই তরুণ বিক্ষোভকারী।

এছাড়া হাজার হাজার লোককে আটক করেছে ভারতীয় সেনা। গত ৮ জুলাই এক জনপ্রিয় নেতাকে হত্যার পর সেখানে বিক্ষোভ ছড়িয়েছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2742
Post Views 381