MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘নাসির আমাদের পরিকল্পনায় আছে’

In ক্রিকেট দুনিয়া - Oct 08 at 10:46pm
‘নাসির আমাদের পরিকল্পনায় আছে’

স্কোয়াডে থেকেও একাদশে বারবার উপেক্ষিত থেকে যাচ্ছেন নাসির হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের স্কোয়াডেই ছিলেন নাসির। কিন্তু একাদশে সুযোগ মেলেনি একটি ম্যাচেও।

চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডেও আছেন এই অলরাউন্ডার। কিন্তু কাল প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করা আর সতীর্থদের পানি খাওয়ানোই যেন এখন তার প্রধান কাজ হয়ে গেছে!

প্রথম ম্যাচে জয়ের জন্য ৫২ বলে ৩৯ রানের প্রয়োজনে মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের পর একাদশে নাসিরের অন্তর্ভুক্তি তো এখন বলা চলে ‘গণদাবি’ হয়ে উঠেছে। পরের ম্যাচে কি একাদশে দেখা যাবে নাসিরকে?

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, নাসির তাদের পরিকল্পনায় আছে, ‘এটা নির্বাচক, কোচ, অধিনায়কের ব্যাপার। এটা এখনো ওইভাবে আলোচনা করা হয়নি। তবে অবশ্যই নাসির আমাদের পরিকল্পনায় আছে, যেহেতু ও ১৪ জনের দলে আছে।’ -রাইজিংবিডি

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2508
Post Views 410