MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে সোনাক্ষী!

In বিবিধ বিনোদন - Oct 07 at 4:51pm
প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে সোনাক্ষী!

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং বান্টি সাজদেবের প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে খুব একটা দেখাও যায় না তাদের।

তবে গতকাল বৃহস্পতিবার রাতে মু্ম্বাইয়ের ‘ট্রিওলজি’ নাইট ক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বান্টিকে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী। এ অভিনেত্রী ছাড়াও সেখানে আমন্ত্রণ জানানো হয় বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সোনাক্ষী তার জুহুর বাড়ি থেকে রাত ১০টা নাগাদ বের হয়। এরপর তিনি সোজা বান্টির বাড়িতে যান। তারপর দুজন মিলে সোনাক্ষীর গাড়িতে করে নাইট ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন।

বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 401