MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সেলফি না তোলায় শাহরুখ খানকে থাপ্পড়!

In বিবিধ বিনোদন - Oct 07 at 2:41pm
সেলফি না তোলায় শাহরুখ খানকে থাপ্পড়!

সেলফি না তোলায় বলিউড সুপার স্টার শাহরুখ খানকে ‘থাপ্পড়’ মেরেছে এক ভক্ত। সোমবার তুরস্ক সফররত কিং খানকে দেখতে ভীড় জমান একদল ভক্ত। তারা শাহরুকের সঙ্গে সেলফি এবং অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়েন।

এ সময় এক ভক্ত সেলফি তুলতে চান। কিন্তু ভক্তদের ভীড়ে বিষয়টি এড়িয়ে গেলে ওই ভক্ত শাহরুখ খানকে থাপ্পড় মারেন।আকস্মিক এ ঘটনায় শাহরুখের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী সদস্য স্তম্ভিত হন।

তবে ওই হামলাকারীর বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা নেননি।এদিকে শাহরুখ খানের ওপর এই অপ্রীতিকর ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 916