MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মাইলফলকের সামনে তামিম

In ক্রিকেট দুনিয়া - Oct 07 at 1:36pm
মাইলফলকের সামনে তামিম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে আর ৬৯ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।

দেশের ক্রিকেটে অনেক অনেক প্রথমের জন্ম দিয়েছেন তামিম। কয়েকদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ড্যাশিং ওপেনার। এ পর্যন্ত ১৫৬টি ওয়ানডে খেলে ৩২.৪৪ গড়ে ৪ হাজার ৯৩১ রান করেছেন তামিম। ৭টি সেঞ্চুরির সঙ্গে ৩৩টি হাফসেঞ্চুরি আছে তার।

যে রকম ছন্দে আছেন, তাতে মাইলফল ছোঁয়ার অপেক্ষা খুব দীর্ঘ হওয়ার কথা নয় দেশের পক্ষে সব ফরম্যাটেই সর্বোচ্চ রান আর ইনিংসের মালিক তামিমের।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5214
Post Views 342