MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সকালে সালমান, রাতে রণবীর

In বিবিধ বিনোদন - Oct 07 at 10:37am
সকালে সালমান, রাতে রণবীর

শুরু হচ্ছে বিগ বস। সালমান খানের হেভিওয়েট শোয়ের প্রথম দিন থাকবেন দীপিকা পাড়ুকোন। হলিউডে তাঁর নতুন ছবি এক্স এক্স এক্স–দি জ্যান্ডার কেজের প্রচারেই প্রথম দিন বিগ বসে আসার কথা তাঁর।

সেই এপিসোডের শুটিংই চলছিল বি টাউনে, সালমানের সঙ্গে বেশ কিছুটা সময় হাসি মজাতেই কাটালেন দীপিকা। গল্পটা এই পর্যন্ত হলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু যা ঘটল এর পরে।

বিগ বসের শুটিং শেষ করেও ফ্লোরে প্রায় আধঘণ্টা বসে রইলেন দীপিকা। জানতেন, পাশের ফ্লোরেই শুটিং চলছে রণবীর সিংয়ের। শুটিং শেষ হওয়া পর্যন্ত তাই অপেক্ষা করলেন। কাজ সেরে বাইরে আসতেই নিজের গাড়িতে তুলে নিলেন রণবীরকে। গাড়ি চলল দীপিকার বাড়িতে।

তথ্যসূত্রঃ ‌আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5441
Post Views 476