MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

খাদিজার পাশে দাঁড়িয়ে নেত্রীদের সেলফি: ক্ষুব্ধ মানুষের ভর্ৎসনা!

In দেশের খবর - Oct 06 at 9:30am
খাদিজার পাশে দাঁড়িয়ে নেত্রীদের সেলফি: ক্ষুব্ধ মানুষের ভর্ৎসনা!

ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিউইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম। খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি (সেলফি) বুধবার সন্ধ্যে ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী।

আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে থাকা এক নারীর পাশে সরকার দলীয় নারী নেত্রীদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভর্ৎসনা করেছেন।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে সাবিনা আক্তার তুহিনের ফোন বন্ধ পাওয়া গেছে। আর অপু উকিল ফোন ধরেননি। প্রথম আলো

Googleplus Pint
Noyon Khan
Posts 2729
Post Views 442