MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা - ৩য় পর্ব

In সাধারণ জ্ঞান - Oct 05 at 2:42pm
সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা - ৩য় পর্ব

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বেড়ে গেছে সংবাদ সংস্থার গুরুত্ব। ঘটেছে তার শ্রেণি বিন্যাস। বেতার থেকে এফএম, টিভি থেকে মোবাইল টিভি, সংবাদপত্র থেকে অনলাইন। বেড়েছে পাঠক বা দর্শকের চাহিদাও। তাই ‘বাংলাদেশের সংবাদ সংস্থা’ নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব.....

১. প্রশ্ন : ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার চালু হয় কত সালে?
উত্তর : ১৯৬৪ সালে।

২. প্রশ্ন : বাসস এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : সানাইল হক।

৩. প্রশ্ন : বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

৪. প্রশ্ন : বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থার নাম কী কী?
উত্তর : ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), আনন্দ বাংলা সংবাদ (আবাস), মিডিয়া সিন্ডিকেট, নিউজ মিডিয়া, বিএনএস প্রভৃতি।

৫. প্রশ্ন : উপমহাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর : বেঙ্গল গেজেট।

৬. প্রশ্ন : ‘বেঙ্গল গেজেট’ কবে প্রকাশ হয়?
উত্তর : ১৭৮০ সালের ২৯ জানুয়ারি।

৭. প্রশ্ন : বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : জেমস অগাস্টাস হিকি।

৮. প্রশ্ন : উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর : সমাচার দর্পণ।

৯. প্রশ্ন : ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশ হয়?
উত্তর : ১৮১৮ সালে।

১০. প্রশ্ন : ‘সমাচার দর্পণ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : উইলিয়াম কেরি।

১১. প্রশ্ন : ‘ধূমকেতু’ পত্রিকা কবে প্রকাশ হয়?
উত্তর : ১৯২২ সালে।

১২. ‘ধূমকেতু’ কার সম্পাদনায় প্রকাশ হয়?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

১৩. প্রশ্ন : ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা কবে প্রকাশ হয়?
উত্তর : ১৮৩১ সালের ২৮ জানুয়ারি।

১৪. প্রশ্ন : ‘সংবাদ প্রভাকর’ কার সম্পাদনায় প্রকাশ হয়?
উত্তর : কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।

১৫. প্রশ্ন : বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কী?
উত্তর : উত্তরাধিকার।

১৬. প্রশ্ন : ‘দৈনিক আজাদ’ কত সালে প্রকাশ হয়?
উত্তর : ১৯৩৫ সালে।

১৭. প্রশ্ন : ‘দৈনিক আজাদ’র প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : মওলানা আকরাম খাঁ।

১৮. প্রশ্ন : ‘দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : তফাজ্জল হোসেন মানিক মিয়া।

১৯. প্রশ্ন : ‘বেগম’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৪৯ সালে।

২০. প্রশ্ন : ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : বেগম সুফিয়া কামাল।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 209