MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হিজরি ক্যালেন্ডার বাতিল সৌদি আরব সরকারের!

In আন্তর্জাতিক - Oct 04 at 7:19am
হিজরি ক্যালেন্ডার বাতিল সৌদি আরব সরকারের!

সরকারি কর্মচারীদের আর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেবে না সৌদি আরব সরকার। ব্যয় সংকোচন ও অধিক শ্রম আদায়ের লক্ষ্যে এখন থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেওয়া হবে। সোমবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ ও সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সরকারি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি অর্থ নির্দিষ্ট করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে সরকারি এ আদেশ কার্যকর হবে।

এতোদিন ধরে সৌদি সরকারি কর্মচারীদের বেতন হিজরি বর্ষ হিসেবে দেওয়া হতো। হিজরি সাল ১২ মাসের এবং এর মাসগুলো ২৯ অথবা ৩০ দিনে হয়। সে হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বর্ষের তুলনায় হিজরি ক্যালেন্ডার বর্ষে কয়েকদিন কম ধরা হয়।

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। গত দুই বছরে তেলের দাম পড়ে যাওয়ায অর্থনীতি পুর্নগঠনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে সরকারি ব্যয় কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রীদের বেতন ২০ শতাংশ কমানো হয়। এছাড়া একইসঙ্গে নিম্নপদের সরকারি কর্মচারীদের বেতনও আটকে দেওয়া হয়।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 343